
ধর্মবিশ্বাসের ওপর পর্নোগ্রাফির প্রভাব
সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ এর একটি গবেষণায় অ্যামেরিকার তরুণদের ধর্মবিশ্বাসের ওপর পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে[১]। এ গবেষণায় দেখা যায়,
.
১) সৃষ্টিকর্তার সাথে তাদের দুরত্ব বাড়ছে
২) তারা আগের চেয়ে কম প্রার্থনা করে
৩) ধর্মীয় উপাসনালয়ে তাদের উপস্থিতি কমছে
৪) তারা ধর্মকে জীবনের জন্য কম গুরুত্বপূর্ণ মনে করছে
৫) ধর্মবিশ্বাস নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দিচ্ছে
পর্নোগ্রাফি আসক্তি যে ঈমানের জন্য ক্ষতিকর এটা বোঝার জন্য কোনো গবেষণার প্রয়োজন নেই। কিন্তু অনেকের জন্য এ তথ্য উপকারে আসবে বলে উল্লেখ করলাম।
এ ছাড়াও চ্যাটের যে স্ক্রিনশট দিলাম সেখানে এক ভাই তার বন্ধুর কথা বলছে। আমাকে মাস দুয়েক আগে কল করে প্রথম তার আসক্তির কথা জানিয়েছিল। জানতে চাচ্ছিল তাকে কী উপদেশ দেবে?
ছেলেটা খুব ভালো। প্রাক্টিসিং মুসলিম। সে এই আসক্তি থেকে নানাভাবে মুক্তি পাওয়ার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই লাভ হয়নি। পর্ন আসক্তি থেকে তার ওপর ডিপ্রেশন ভর করেছে। আর এখন আল্লাহর রহমতের ব্যাপারে সংশয় হচ্ছে।
ছেলেটা বলেছে, “আল্লাহ্ তার ভালো চান না, তাই তাকে সাহায্য করছেন না”। একজন মুসলিম হিসেবে আমরা কখনই এমন কথায় বিশ্বাস করতে পারি না। আল্লাহ্ কোনো মুসলিমেরই খারাপ চান না। এই ছেলের মধ্যেও এ ধরণের উদ্ভট চিন্তা আগে কখনও আসেনি। কিন্তু পর্নোগ্রাফি আসক্তির কারণে তার ধর্মবিশ্বাসে পরিবর্তন আসছে। আল্লাহ্ তাকে হেফাজত করুক।
এ অবস্থায় সমাধান কী?
১) নিজে নিজে আসক্তি থেকে বের হতে না পারলে আমাদের অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কিন্তু কোনো আনইসলামিক কাজ না; বরং আমাদের রসূল ﷺ রোগ হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন।
২) চিকিৎসা নেওয়ার মাধ্যমে মানসিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি ঈমানকেও ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে। ইনশা আল্লাহ্। এক্ষেত্রে অবশ্যই এমন কোনো চিকিৎসকের কাছে যেতে হবে যে সঠিক ধর্মবিশ্বাসের ওপর আছে। বিভ্রান্ত বিশ্বাসের কারও কাছে গেলে সে ঈমানের আরও বারোটা বাজিয়ে দেবে।
৩) সবসময় আল্লাহর ওপর আস্থা রাখতে হবে। তিনি আসক্তি থেকে মুক্ত করবেন— এ বিশ্বাস আনতে হবে।
৪) নিয়মিত কুরআন পড়তে হবে (অর্থসহ) এবং কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে।
৫) নামাযে মনোযোগী হতে হবে। নামায যদি বুঝে, পরিপূর্ণ মনোযোগের সাথে আদায় করা যায় তাহলে, অশ্লীলতা থেকে অবশ্যই দূরে থাকা সম্ভব হবে, ইনশা আল্লাহ্।
রেফারেন্স