কেন উদ্দেশ্য ঠিক করা প্রয়োজন?

কেন উদ্দেশ্য ঠিক করা প্রয়োজন?


ব্যক্তিগত জীবনে আমরা সবাই এক রকম না। আমাদের ব্রেইন, শরীরের গঠন অনুযায়ী এক এক জনের শক্তি, সামর্থ্য এক এক রকম। অতত্রব, আমরা যখন জীবনে কোন পরিবর্তন আনতে চাই, আমাদের কেউ কেউ খুব সহজেই তা অর্জন করে ফেলে। অন্যদিকে অনেকে সারাদিন খেটেও কোন কুল কিনারা খুঁজে পায় না।

কিন্তু দিনশেষে আপনার ব্যর্থতার জন্য আপনিই দায়ী। যারা নিজের ব্যর্থতার দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায় তারা কখনো জীবনে উন্নতি করতে পারে না।

কোন কাজে সফলতা অর্জনের জন্য প্রথমেই আপনার উদ্দেশ্য ঠিক করা উচিত। কারণ আপনার উদ্দেশ্যকে কেন্দ্র করেই আপনি সামনে এগিয়ে যাবেন। আমরা অনেককেই দেখি তারা একটা ঝোঁকে পড়ে কোন কাজ ধরে। অন্যেরা করে তাই সেও করে। উদাহরণস্বরূপ, কিছু মানুষ সিক্স প্যাক বানানোর উদ্দেশ্যে জিমে ঢুকে, যাতে মেয়েদের সামনে ভাব নেওয়া যায়। এরা খুব দ্রুত ফলাফল দেখতে চায়। স্টেপ বাই স্টেপ উন্নতি এদের সয়না। তাই প্রোটিনবার খেয়ে কিছুদিন ভাব-টাব নিয়ে আবার জিম ছেড়ে দেয়। কার কার পরিণতিতে কয়েক মাস পর দেখা যায় বিশাল এক ভুঁড়ি। উদ্দেশ্যতে গলদ থাকায় ব্যর্থ হওয়া এমন অনেক উদাহরণ আমরা আশেপাশে দেখতে পাই।

পর্ন অ্যাডিকশন এর ক্ষেত্রেও ব্যাপারটা এমন। আপনার উদ্দেশ্য যদি ঠিক না থাকলে ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক। কেন আপনি আসক্তির এই কারাগার থেকে মুক্তি চাচ্ছেন? এর পেছনে ভালো উদ্দেশ্যগুলো আপনাকে যাচাই করতে হবে। আপনি একজন প্যাক্টিসিং মুসলিম। দ্বীনে আসার আগে থেকে আপনি আসক্ত ছিলেন। এখন দ্বীনে আসার পরও আপনার এই পথ থেকে বের হওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। এর পেছনে উদ্দেশ্য থাকা উচিত ঈমান রক্ষা। আপনি যদি এই আসক্তি থেকে বের না হতে পারেন এবং প্রতিনিয়ত এই গুনাহে লিপ্ত হন তাহলে এর শেষ পরিণতি কি হতে পারে? কি হবে যদি আপনি পর্ন দেখা অবস্থাতে মারা যান? এভাবে নিজেকে প্রশ্ন করতে হবে। একইভাবে কার কার ক্ষেত্রে উদ্দেশ্য হতে পারে নিজ স্ত্রীর সাথে সম্পর্ক রক্ষা, কার ক্ষেত্রে ক্যারিয়ার রক্ষা ইত্যাদি।

আমাদের দেশে পর্ন অ্যাডিকশন ভয়াবহ রূপ লাভ করেছে। এই মহামারি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। ক্লাস ৪-৫ এর বাচ্চা থেকে শুরু করে ৪০ বছরের একজন বাবাও পর্ন দেখে। আমরা যদি শুধু সমস্যা নিয়ে কথা বলে যাই তাহলে সমাধান কীভাবে হবে? তাই এ সমস্যা নিয়ে কথা বলার পাশাপাশি সমাধানের জন্যেও আমরা আপনাকে মানসিকভাবে প্রস্তুত করছি। তাই পর্ন অ্যাডিকশন থেকে মুক্তির এই যাত্রা সহজ করার জন্য আপনাকে ৭টি পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হবে। আর এর প্রথম পদক্ষেপই হচ্ছে “আপনার উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন।”। কীভাবে পর্ন অ্যাডিকশন থেকে মুক্তির জন্য উদ্দেশ্য ঠিক করবেন? জানতে পড়ুন।