মানুষ না ডিভাইস?

মানুষ না ডিভাইস?


আসক্তির সবচেয়ে মারাত্মক দিকগুলোর একটি হচ্ছে- এটি মানুষকে বস্তু দ্বারা প্রতিস্থাপন করে। আপনি যদি আসক্তি থেকে বের হয়ে আসার চেষ্টা না করেন তাহলে একসময় প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেয়ে কোন ডিভাইস নিয়ে পড়ে থাকাটাই আপনার কাছে বেশি আনন্দদায়ক মনে হবে।

এভাবে চলতে থাকলে আপনার সাথে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাস্তব জীবনে মানুষের সাথে না মিশে ডিভাইসে বেশি সময় ব্যয় করতে থাকলে আপনার পারিপার্শ্বিক অবস্থাও সবসময় পর্ণ দেখার অনুকূলে থাকবে, ফলে আপনি আসক্তির দিকে এতোটাই ঝুঁকে পড়বেন যে একসময় আপনার স্ত্রীর সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হবার চেয়ে পর্ণ দেখে মাস্টারবেট করাটাই বেশি সন্তোষজনক মনে হবে।

মানুষকে বস্তু দ্বারা প্রতিস্থাপনের একটি উদাহরণ মাথায় আসল। আপনারা নিশ্চয়ই অ্যাপল এর ‘সিরি’ নামক সফটওয়্যারটির নাম শুনেছেন। এটি এমন একটি সিস্টেম সফটওয়্যার যার সাথে কথোপকথন করা যায়, যেমন: ‘আমি তোমাকে ভালবাসি সিরি’ বা ‘তুমি কি আমার সাথে কোথাও যাবে?’ এভাবে যা খুশি তা ই বলা যায়। সে ও আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর দিবে, আপনার কোন তথ্য দরকার হলে ইন্টারনেট থেকে এনে স্ক্রীনে দেখাবে, আপনি যাকে কল করতে চান তার নাম উচ্চারণ করা মাত্র তাকে কল দিবে, এমনকি আপনি বিষণ্ণ থাকলে আপনাকে বিনোদন দিবে, সব সাপোর্ট যদি ডিভাইস থেকেই পাওয়া যায় বাস্তবে মানুষের সাথে থাকা কি দরকার?

একইভাবে পর্ণ যদি আপনাকে যৌন সন্তুষ্টি দেয় তাহলে বাস্তবে স্ত্রীর কি কোন প্রয়োজন আছে? আপনার ব্রেইনের একটি অংশ এভাবেই চিন্তা করে। একবার পর্ণ দেখেই কিন্তু আপনি আসক্ত হয়নি। বার বার দেখার ফলেই ব্রেইন এতে অভ্যস্ত হয়ে গেছে, আর তাই এখন আপনি না দেখতে চাইলেও সে আপনাকে রিমাইন্ডার দেয়, এ অবস্থাকেই আমরা বলি আসক্তি।