.jpg)
পর্ন যৌন তৃপ্তি বাড়ায় না, বরং কমায়
পর্নের সাথে প্রকৃত যৌনতার কোনো সম্পর্ক নেই, দূর দূরান্ত থেকেও নেই। আপনার হয়ত এমনটা মনে নাও হতে পারে, কিন্তু এটাই সত্যি। বরং পর্ন একধরণের যৌন পণ্য যার ভোক্তা এতে আসক্তরা।
পর্ন স্বাভাবিক বা স্বাস্থ্যকর যৌনতাকে নিরুৎসাহিত করে
স্বাভাবিক যৌনতা হ্রাসে পর্নের ভূমিকা বারবার গবেষণায় উঠে এসেছে, পর্ন যৌন উত্তেজনা, আকর্ষণ ও যৌন ক্ষমতায় সমস্যা সৃষ্টিতে সরাসরি দায়ী।[1] পর্ন স্বামী-স্ত্রীর মাঝে সেক্স এবং যৌন তৃপ্তি কমিয়ে দেয়।[2] গবেষকরা পর্নের সাথে সেক্স ড্রাইভের ঘাটতি, যৌন জটিলতা ও অকাল বীর্যপাতের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছেন।[3]
যারা বারবার পর্ন দেখে তাদের অনেকেই একপর্যায়ে পর্ন না দেখলে আর উত্তেজিত হতে পারেন না, এমনকি সহবাসের সময়ও না।[4] সাম্প্রতিক বেশ কিছু সিনিয়র হাইস্কুল ছাত্রদের মাঝে চালানো এক জরিপে পর্ন দেখার ফলে তাদের যৌন কামনা হ্রাস পেয়েছে দেখা গেছে।[5] এত অল্পবয়সী যুবকদের মাঝে সেক্স ড্রাইভের এমন অভাব কিছুটা হলেও অবিশ্বাস্য।
লক্ষ্য করুন পর্ন যদি সেক্স সম্পর্কিতই হয় তবে তো তাতে দর্শকদের এসব যৌন জটিলতা থেকে মুক্তির উপায় জানানো হত, কিন্তু পর্ন উল্টো এসব সমস্যাকে উত্তরোত্তর বাড়িয়েই চলেছে। এটা দর্শকদের যৌন তৃপ্তি বাড়ায় তো না-ই, বরং কমিয়ে দেয়।[6][7][8][9][10][11] বরং পর্ন যে বড় সমস্যা তৈরি করে তা হলো এর প্রতি আসক্তি যা পরিস্থিতিকে আরও দ্রুত অবনতির দিকে নিয়ে যায়। আর এ আসক্তিই পর্ন ইন্ডাস্ট্রির ব্যবসার হাতিয়ার, মানুষ যত পর্ন আসক্ত হবে, তাদের ব্যবসার প্রসার তত বেশি হবে।
চলুন ব্যাখ্যা করে বোঝানো যাক।
আসক্তির ব্যবসা আমরা “যৌন ব্যবসা”র কথা শুনেছি, তাই না? কিন্তু এখন শুধু যৌনতাই বিক্রি হচ্ছে না, বরং পর্ন দেখিয়ে দিচ্ছে ভোগবাদ, বস্তুবাদ, অমানবিকতাও বিক্রি হয় এখন। মূলত পর্ন দেখা একবার চালু হবার পর আসক্ত দর্শকরা তাদের টাকা ও ক্লিকের মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রিকে লাভবান করতে থাকে। তারা বারবার পর্নের কাছে ফিরে আসতে থাকে। এথেকে তারা বেরিয়ে আসতে পারে না, যখন আসতে চায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। টোব্যাকো ইন্ডাস্ট্রির কথাই ধরা যাক, তারা বিভিন্ন মানসিক স্বাস্থ্য কেন্দ্র, আশ্রয়স্থল, স্যুপ কিচেনে হাজার হাজার ফ্রি সিগারেট দান করেছে।[12] এর কারণ কি? কারণ হল তাদের প্রতি যারা নির্ভরশীল হয়ে পড়েছে তাদের নির্ভরশীলতাকে আরও বৃদ্ধি করা। অদ্ভুত, তাই না?
এটা নতুন কিছু নয়। কোন ইন্ডাস্ট্রি যদি তাদের প্রতি মানুষকে আসক্ত বা নির্ভরশীল করতে পারে, আর এ আসক্তিকে, নির্ভরশীলতাকে যদি বাড়াতে পারে তবে তারা সেটা করে, করবেই। পর্ন ইন্ডাস্ট্রি তাদের কনজ্যুমারদের এই ফাঁদে ফেলে তাদের আসক্তিকে আর নির্ভরশীলতাকে বাড়ানোর জন্য তাদের অবস্থাকে কাজে লাগায়। তখন দর্শকরা তাদের যৌন চাহিদাকে পূরণের জন্য পর্নের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এটা অর্থ আয়ের এক নোংরা প্রক্রিয়া যা আমাদের সমাজের মানুষগুলোকে গিলে খাচ্ছে।
পর্ন ইন্ডাস্ট্রি একটা মধুর সম্পর্ককে ধ্বংস করে এবং একজন আসক্ত দর্শক থেকে বেশ মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এসব কনজ্যুমারদের যৌন উদ্দিপনাকে কাজে লাগিয়ে তারা তাদের মার্কেট ধরে রাখে, তারা বিপুল অঙ্কের অর্থ লাভ করে। তাদের কাছে এটা নিছকই একটা ব্যবসা, যার মার্কেট এখন ৯৭ বিলিয়ন ডলারের উপরে।
মিথ্যাকে বর্জন করুন
আমরা আমাদের প্রথম কথাতেই অটল আছিঃ পর্ন কখনই যৌনতা সম্পর্কিত নয়, একদমই না। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। পর্ন ইন্ডাস্ট্রি মানুষকে তাদের জালে আটকে ফেলে, আসক্ত করে তোলে যে আসক্তি ক্রমশ বাড়তে থেকে। আর এই পর্ন ইন্ডাস্ট্রি এমন কিছু জিনিসকে আমাদের সামনে নিয়ে আসছে যা আসলে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের সাথে যায় না। এভাবে তারা মানবতাকে এবং এই সমাজটাকে অমানবিক এক নষ্ট রূপ দিতে চাচ্ছে। আর এসব করে তারা নিজেদের পকেট ভারি করছে। পর্ন যৌনতা সম্পর্কিত নয়, এটা আনন্দ-বিনোদনের কিছু নয়, এটা শুধুই একটা ব্যবসা। আর প্রত্যেক দর্শক তাদের এই অন্ধকার চক্রান্তের ভুক্তভোগী, সেটা তারা বুঝুক আর নাই বুঝুক। তাই আমাদের যুদ্ধ করার আরেকটি কারণ হচ্ছে, মানুষকে এই দূষিত ইন্ডাস্ট্রির হাত থেকে রক্ষা করা, তাদেরকে বাস্তব ও ভালো সম্পর্কের বাধনে বাঁধা, প্রকৃত ও পবিত্র যৌন সম্পর্কের মাঝে রাখা।
রেফারেন্সঃ
[1] Carvalheira, A., Traeen, B., & Stulhofer, A. (2015). Masturbation And Pornography Use Among Coupled Heterosexual Men With Decreased Sexual Desire: How Many Roles Of Masturbations? Journal Of Sex And Marital Therapy, 41(6), 626-635. Doi:10.1080/0092623X.2014.958790; Voon, V., Et Al. (2014). Neural Correlates Of Sexual Cue Reactivity In Individuals With And Without Compulsive Sexual Behaviors, PLoS ONE, 9(7), E102419. Doi:10.1371/Journal.Pone.0102419; Sun, C., Bridges, A., Johnason, J., & Ezzell, M. (2014). Pornography And The Male Sexual Script: An Analysis Of Consumption And Sexual Relations. Archives Of Sexual Behavior, 45(4), 1-12. Doi:10.1007/S10508-014-0391-2; Poulsen, F. O., Busby, D. M., & Galovan, A. M. (2013). Pornography Use: Who Uses It And How It Is Associated With Couple Outcomes. Journal Of Sex Research 50(1), 72-83. Doi:10.1080/00224499.2011.648027; Stewart, D. N., & Szymanski, D. M. (2012). Young Adult Women’s Reports Of Their Male Romantic Partner’s Pornography Use As A Correlate Of Their Self-Esteem, Relationship Quality, And Sexual Satisfaction. Sex Roles, 67(5-6), 257-274. Doi:10.1007/S11199-012-0164-0; Maddox, A. M., Rhoades, G. K., & Markman, H. J. (2011). Viewing Sexually-Explicit Materials Alone Or Together: Associations With Relationship Quality. Archives Of Sexual Behavior, 40(2), 441-448. Doi:10.1007/S10508-009-9585-4; Morgan, E. M. (2011). Associations Between Young Adults’ Use Of Sexually Explicit Materials And Their Sexual Preferences, Behaviors, And Satisfaction. Journal Of Sex Research, 48,(6), 520-530. 8(6):520-30. Doi:10.1080/00224499.2010.543960; Janssen, E., & Bancroft, J. (2007). The Dual-Control Model: The Role Of Sexual Inhibition & Excitation In Sexual Arousal And Behavior. In Janssen, E. (Ed.), The Psychology Of Sex (Pp. 197-222). Bloomington, IN: Indiana University Press; Zillman, D., & Bryant, J. (2006). Pornography’s Impact On Sexual Satisfaction. Journal Of Applied Social Psychology, 18(5), 438-453. Doi:10.1111/J.1559-1816.1988.Tb00027.X
[2] Minarcik, J., Wetterneck, C. T., & Short, M. B. (2016). The Effects Of Sexually Explicit Material Use On Romantic Relationship Dynamics. Journal Of Behavioral Addictions, 5(4) 700-707. Doi: 10.1556/2006.5.2016.078; Doran, K., & Price, J. (2014). Pornography And Marriage. Journal Of Family And Economic Issues, 35(4), 489-498. Doi:10.1007/S10834-014-9391-6; Sun, C., Bridges, A., Johnason, J., & Ezzell, M. (2014). Pornography And The Male Sexual Script: An Analysis Of Consumption And Sexual Relations. Archives Of Sexual Behavior, 45(4), 1-12. Doi:10.1007/S10508-014-0391-2; Poulsen, F. O., Busby, D. M., & Galovan, A. M. (2013). Pornography Use: Who Uses It And How It Is Associated With Couple Outcomes. Journal Of Sex Research 50(1), 72-83. Doi:10.1080/00224499.2011.648027; Maddox, A. M., Rhoades, G. K., & Markman, H. J. (2011). Viewing Sexually-Explicit Materials Alone Or Together: Associations With Relationship Quality. Archives Of Sexual Behavior, 40(2), 441-448. Doi:10.1007/S10508-009-9585-4; Morgan, E. M. (2011). Associations Between Young Adults’ Use Of Sexually Explicit Materials And Their Sexual Preferences, Behaviors, And Satisfaction. Journal Of Sex Research, 48,(6), 520-530. 8(6):520-30. Doi:10.1080/00224499.2010.543960; Yucel, D., & Gassanov, M. A. (2010). Exploring Actor And Partner Correlates Of Sexual Satisfaction Among Married Couples. Social Science Research, 39725-738. Doi:10.1016/J.Ssresearch.2009.09.002
[3] Wery, A., & Billieux, J. (2016). Online Sexual Activities: An Exploratory Study Of Problematic And Non-Problematic Usage Patterns In A Sample Of Men. Computers In Human Behavior, 56, 257-266. Doi:10.1016/J.Chb.2015.11.046; Sutton, K. S., Stratton, N., Pytyck, J., Kolla, N. J., & Cantor, J. M. (2015). Patient Characteristics By Type Of Hypersexuality Referral: A Quantitative Chart Review Of 115 Consecutive Male Cases. Journal Of Sex And Marital Therapy, 41(6), 563-580. Doi:10.1080/0092623X.2014.935539; Carvalheira, A., Traeen, B., & Stulhofer, A. (2015). Masturbation And Pornography Use Among Coupled Heterosexual Men With Decreased Sexual Desire: How Many Roles Of Masturbations? Journal Of Sex And Marital Therapy, 41(6), 626-635. Doi:10.1080/0092623X.2014.958790; Voon, V., Et Al. (2014). Neural Correlates Of Sexual Cue Reactivity In Individuals With And Without Compulsive Sexual Behaviors, PLoS ONE, 9(7), E102419. Doi:10.1371/Journal.Pone.0102419; Janssen, E., & Bancroft, J. (2007). The Dual-Control Model: The Role Of Sexual Inhibition & Excitation In Sexual Arousal And Behavior. In Janssen, E. (Ed.), The Psychology Of Sex (Pp. 197-222). Bloomington, IN: Indiana University Press;
[4] Voon, V., Et Al. (2014). Neural Correlates Of Sexual Cue Reactivity In Individuals With And Without Compulsive Sexual Behaviors, PLoS ONE, 9(7), E102419. Doi:10.1371/Journal.Pone.0102419; Sun, C., Bridges, A., Johnason, J., & Ezzell, M. (2014). Pornography And The Male Sexual Script: An Analysis Of Consumption And Sexual Relations. Archives Of Sexual Behavior, 45(4), 1-12. Doi:10.1007/S10508-014-0391-2; Kalman, T. P., (2008). Clinical Encounters With Internet Pornography, Journal Of The American Academy Of Psychoanalysis And Dynamic Psychiatry, 36(4), 593-618. Doi:10.1521/Jaap.2008.36.4.593
[5] Damiano, P., Alessandro, B., & Carlo, F. (2015). Adolescents And Web Porn: A New Era Of Sexuality. International Journal Of Adolescent Medicine And Health, 28(2), 169-173. Doi:10.1515/Ijamh-2015-0003
[6] Stewart, D. N., & Szymanski, D. M. (2012). Young Adult Women’s Reports Of Their Male Romantic Partner’s Pornography Use As A Correlate Of Their Self-Esteem, Relationship Quality, And Sexual Satisfaction. Sex Roles, 67(5-6), 257-271.
[7] Leonhardt, N. D., & Willoughby, B. J. (2017). Pornography, Provocative Sexual Media, And Their Differing Associations With Multiple Aspects Of Sexual Satisfaction. Journal Of Social And Personal Relationships, 0265407517739162.
[8] Wright, P. J., Bridges, A. J., Sun, C., Ezzell, M. B., & Johnson, J. A. (2017). Personal Pornography Viewing And Sexual Satisfaction: A Quadratic Analysis. Journal Of Sex & Marital Therapy, 1-8.
[9] Wright, P. J., Steffen, N. J., & Sun, C. (2017). Is The Relationship Between Pornography Consumption Frequency And Lower Sexual Satisfaction Curvilinear? Results From England And Germany. The Journal Of Sex Research, 1-7.
[10] Streep, P. (2014, July 16). What Porn Does To Intimacy | Psychology Today. Retrieved From https://Www.Bing.Com/Cr…
[11] Scott, E. (2017, August 12). Watching Porn Is Leaving Women Unsatisfied By Real-Life Sex, Says New Study. Retrieved From http://Metro.Co.Uk/…/Watching-Porn-Is-Leaving-Women…/
[12] Initiative, T. (2017, August 21). Tobacco Is A Social Justice Issue: Mental Health. Retrieved From https://Truthinitiative.Org/…/Tobacco-Social-Justice…