প্রস্তুতিমূলক পদক্ষেপ ০৫

প্রস্তুতিমূলক পদক্ষেপ ০৫


লিখে রাখা পরিকল্পনা আসলেই কাজ করে। প্রতিদিন কিছু সময় এই পরিকল্পনা করার পেছনে ব্যয় করা উচিত। ধরুন, আজকের দিনে আপনার ৩ ঘণ্টা অবসর সময় আছে। এ সময়গুলোতে আপনি কি করবেন তার পরিকল্পনা করুন। নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন? আমি নিজের পছন্দের কোন বিষয়ে কেন দক্ষতা অর্জন করতে পারছি না? কেন আমি এতো আগে থেকে একটা কাজ শুরু করার পরও অন্যদের চেয়ে পিছিয়ে আছি?

এর্ল নাইটিংগ্যাল বলেছেন,
“যদি কেউ টানা ৫ বছর একই বিষয়ে প্রতিদিন ১ ঘণ্টা সময় ব্যয় করে, সে ঐ বিষয়ে দক্ষতা অর্জন করবে।”

চিন্তা করুন, প্রতিদিন ১ ঘণ্টা সময় কোন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ব্যয় করাটা আপনার জীবনে কতোটা পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রতিনিয়ত আত্ম উন্নয়নের মাধ্যমে আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী, যা আপনাকে যে কোন আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করবে। এমনকি জীবনের একটা সময় আপনি নিজের উন্নতি দেখে নিজেই অবাক হয়ে যাবেন।

তাই জীবনের কোন ক্ষেত্রগুলোতে আপনি উন্নতি করতে চান তা ঠিক করুন। এ ক্ষেত্রগুলোর উপর নির্ভর করেই আপনাকে প্রতিটি দিনের পরিকল্পনা করতে হবে। আপনি হয়তো পরিবারের সদস্যদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলতে চান, একজন ভাল মুসলিম হতে চান কিংবা ক্যারিয়ারে সফল হতে চান বা অন্য কিছু। যে বিষয়গুলোতে আপনি দক্ষ হতে চাচ্ছেন সে সম্পর্কিত উপকরণ, যেমন: বই, ভিডিও লেকচার, ওয়েবসাইট কিংবা আর্টিকেল যা যা লাগে খুঁজে বের করুন। এরপরই আপনি শুরু করে দিতে পারেন জীবনে সফল হবার যাত্রা।

১) কিছু বইয়ের লিস্ট করুন। প্রতিদিন অন্তত ১ ঘণ্টা একটি বই পড়ার পেছনে সময় দিন।
২) প্রতিদিন অন্তত একটি ভিডিও লেকচার দেখুন।
৩) বই বা লেকচার থেকে জানা প্রয়োজনীয় কথা নোট করে রাখুন।
৪) নিজের স্ত্রী, বাবা-মা এবং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের উপহার দিন।
৫) আত্মিক উন্নয়নের জন্য মসজিদে জামাতের সাথে নামায পড়ুন, ইসলামিক বই পড়ার অভ্যাস করুন, মসজিদের ইমাম এবং অন্যান্য ধার্মিক ব্যক্তিদের সাথে থাকার চেষ্টা করুন।

একটা বই পড়তে বা লেকচার দেখে শেষ করতে কত সময় লাগছে এটা বড় বিষয় না। বরং কাজগুলো প্রতিদিন সময়মত করতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই চান আপনার আসক্তি থেকে মুক্তি পেতে। তাই বছরের পর বছর ধরে মানসিক যন্ত্রণা অনুভব করার চেয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সঠিক পরিকল্পনা করার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়াই কি বুদ্ধিমানের কাজ নয়!